ভাইরাল হানি সিং এর নতুন গান (ভিডিও)

বিনোদন ডেস্ক।।
ভারতীয় র্যাপার হানি সিং এর নতুন গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। গানের শিরোনাম ‘ছোটে ছোটে পেগ’। ‘সোনু কি কি টিটু কা সুইটি’ ছবির এই গানটি ইউটিউবে প্রায় এক কোটিরও বেশি দর্শক দেখেছে।
গানটি হন্স রাজ হন্সের ‘চল কুড়িয়ে নি চল হো তইয়ার’ ছবির গানের রিমেক। মূল গানটি গেছিলেন নেহা কক্কর ও নবরাজ হন্স। নতুন করে গানটিতে র্যাপ সংযোজন করেছেন হানি।
এই গানের ভিডিওতে ‘সোনু কি টিটু কা সুইটি’ ছবির প্রধান অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী নুসরাত ভারুচা এবং হানি সিং কে দেখা গিয়েছে। এই তিনজনকে এর আগে ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবিতে দেখা গিয়েছে।
উল্লেখ্য ‘সোনু কি টিটু কা সুইটি’ ছবিটি ফেব্রুয়ারির ৯ তারিখ মুক্তি পাবে।